
নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার দশভূজা গ্রুপের পরিচালনায় শিলিগুড়ি বাবুপাড়ার শক্তি সোপান ক্লাবে শুরু হয়েছে মহিলাদের হস্ত শিল্প প্রদর্শনী। রবিবার পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলছে। মহিলাদের স্বনির্ভরতার ভাবনায় এই ধরনের প্রদর্শনী ঘিরে এলাকায় বাড়ছে উৎসাহ।

বাংলার ঐতিহ্যমন্ডিত তাঁত শিল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অন্যরকম কাজ করছেন শিলিগুড়ি রবীন্দ্র নগরের গৃহবধূ সুমন দে রায়। ফুলিয়া, শান্তি পুর, শান্তিনিকেতন এলাকার তাঁত শিল্পীদের ডিজাইন করা বিভিন্ন সামগ্রী যেমন শাড়ি, পঞ্জাবি, বেড কভার সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন তিনি। শিলিগুড়ি বাবুপাড়া শক্তি সোপান ক্লাবে চলতে থাকা দশভূজার হস্ত শিল্প প্রদর্শনীতে ওইসব জিনিস ঠাঁই পেয়েছে। কাঁথা স্টিচ, এমব্রয়ডারির ওপর কাজ করা জিনিসও আছে সেখানে। সুমনদেবীর নিজস্ব ফেব্রিক করা ডিজাইনও আছে প্রদর্শনীতে। রবিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী।