ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে খেলাধূলোর প্রসার ঘটাতে উদ্যোগী নব নিযুক্ত ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন।শপথের পর বৃহস্পতিবার প্রথম তিনি পুরসভায় নিজের দপ্তরের দায়িত্বভার গ্রহন করেন।এদিন তাকে সংবর্ধনা জ্ঞাপন করে দার্জিলিং জেলা ক্যারাটে এসোশিয়েশন ও দার্জিলিং জেলা যোগা এসোশিয়েশন। মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন জানান,,যেহেতু তিনি প্রথম থেকেই ক্রীড়ার সঙ্গে যুক্ত, সেই কারনে রাজ্যের সরকার তাকে ক্রীড়ার দায়িত্ব দিয়েছেন।আগামীতে পুরসভা এলাকায় খেলা ধুলোর অগ্রগতির জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানান তিনি।।।