
নিজস্ব প্রতিবেদন ঃ চোখের দৃষ্টি শক্তি কেড়ে নেওয়ার মতো মারাত্মক রোগ হলো গ্লুকোমা। বহু মানুষ শুরুতে এই রোগ ধরতেই পারেন না। তাই এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আগামী ১২ থেকে ১৮ মার্চ শুরু হতে চলেছে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। শিলিগুড়ি তথ্যকেন্দ্রের রাম কিঙ্কর হলে আগামী ১৩ মার্চ এ বিষয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট। সেই ইন্সটিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক সেই অনুষ্ঠানে গ্লুকোমা নিয়ে মানুষকে সচেতন করবেন। ডাঃ স্বরুপ কুমার রায় বলেন, গ্লুকোমা রোগ সম্পর্কে অবহেলার কারনে অনেক মানুষ দৃষ্টি শক্তি খুইয়ে ফেলেন।এই রোগ সম্পর্কে তাই সচেতন হওয়া প্রয়োজন।
