কোন আমটা আপনার চাই? আমকেতো বিশ্ব হেরিটেজের তকমা দেওয়ার দাবি উঠলো

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ির সিটি সেন্টারে এখন আমের ছড়াছড়ি। কোন আম চাই আপনার? সব পেয়ে যাবেন।আসলে এ যে আমের উৎসব। ম্যাঙ্গো ফেস্টিভ্যাল।

শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হল ৭ তম গীতাঞ্জলি ম্যাংগো ফেস্টিভ্যাল। তিনদিন চলবে এই ফেস্টিভ্যাল। দেশ ও বিদেশ থেকে বিভিন্ন ধরণের আম রয়েছে এই ফেস্টিভ্যালে।বাংলাদেশ, ভুটান,নেপাল থেকে বিভিন্ন প্রজাতির আম এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ততো বটেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আম এসেছে এই উৎসবে।আম যাতে ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা পায় তার দাবিও উঠছে এই উৎসব থেকে।

আমের বিভিন্ন স্টল রয়েছে সেই উৎসবে। নেপাল ট্যুরিজমও সহযোগিতা করছে এই গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আয়োজনে।মডেলা কেয়ার টেকার সেন্টার এন্ড স্কুল,সিটি সেন্টার শিলিগুড়ির আয়োজনে এসোসিয়েশন অফ কনজারভেশন এন্ড ট্যুরিজম এই উৎসবের মূল উদ্যোক্তা। উৎসব চলবে ১১ জুন পর্যন্ত। এই উৎসবের মধ্য দিয়ে আম খাওয়া ও আমের সঙ্গে যুক্ত চাষিদের উন্নয়ন তার সঙ্গে এই ফল যাতে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় তার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন চাষী তাদের নিজেদের চাষ করা আম নিয়ে এসেছেন উৎসবে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করা হয়।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-