রসায়ন শাস্ত্রের ওপর গবেষণা করতে আমেরিকায় যাচ্ছেন সুরঞ্জনা

নিজস্ব প্রতিবেদনঃ রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণা করার বিরাট সুযোগ পেলেন জলপাইগুড়ি জেলার মেয়ে সুরঞ্জনা। আমেরিকায় যাচ্ছেন তিনি।জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ায় বাড়ি সুখময় দামের। তিনি পেশায় একজন চিকিৎসক ।তাঁর স্ত্রী সংযুক্তা সরকার দাম একজন শিক্ষিকা। তাদেরই একমাত্র কন্যা সুরঞ্জনা দাম ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো। বর্তমানে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটের পড়ুয়া সুরঞ্জনা। সম্প্রতি আমেরিকায় গবেষণার জন্য ডাক এসেছে তাঁর । আমেরিকার ওহিয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছেন তিনি। অর্গানিক কেমিস্ট্রির পরিবেশ বান্ধব অনুঘটকের ওপর আমেরিকায় গিয়ে গবেষণার কাজে মেতে উঠতে হবে তাঁকে। আসছে আগস্ট মাসে আমেরিকায় যাবেন সুরঞ্জনা।আর এই গবেষণার জন্য পাঁচ বছর সেখানেই থাকতে হবে তাকে। এই গবেষণার কাজের জন্য সুরঞ্জনাকে প্রতিবছর ৫৪ হাজার ডলার স্কলারশিপ দেওয়া হবে। ভারতে যার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা।আমেরিকায় গবেষণার সুযোগ পেয়ে খুবই খুশি সুরঞ্জনা। গবেষণা শেষে দেশে ফিরে নতুন পড়ুয়াদের গবেষণার কাজে শিক্ষাদান করতে চায় সে।এদিকে আমেরিকায় গবেষণার সুযোগ পাওয়ায় খুশি সুরঞ্জনার আত্মীয় স্বজনের পাশাপাশি ময়নাগুড়িবাসী।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–