কোচবিহারে গাড়ি চালকের মহৎ প্রয়াস

নিজস্ব প্রতিবেদন ঃ  কোচবিহারের শঙ্কর রায় পেশায় গাড়ি চালক। গাড়ি চালানোর পরিশ্রম থেকে অল্প অল্প করে অর্থ জমিয়ে মানুষের সেবায় করতে ভালোবাসেন তিনি। ইদানীং
টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় রিক্সা চালকদের খুবই সংগ্রামের মধ্যে পড়তে হচ্ছে। শনিবার কোচবিহার শহরে বিভিন্ন জায়গা ঘুরে গরিব রিকশা চালকদের হাতে বস্ত্র উপহার তুলে দিলেন গাড়ি চালক শঙ্কর রায়।
রবিবার পবিত্র ঈদ উৎসব উপলক্ষে রিকশাচালক এবং বয়স্কদের হাতে একটি করে নতুন লুঙ্গি তুলে দেন তিনি । তার সঙ্গে তাদের পরিবারের সকলের জন্য সেমাই এবং মাক্স বিতরণ করেছেন।
শঙ্কর রায় জানিয়েছেন, মোট ২৩ জন মানুষের হাতে লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। এই কর্মকান্ডে শঙ্কর রায়ের সঙ্গে সমীর রাউত উপস্থিত ছিলেন