কঠিন ব্যাধিতে আক্রান্ত উৎপল,মানবিক মুখের পরিচয় দিন সবাই

নিজস্ব প্রতিবেদ, শিলিগুড়িঃঃ কঠিন ব্যাধিতে আক্রান্ত শিলিগুড়ি টিকিয়াপাড়ার পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমের স্কুল ছাত্র উৎপল সর্দার।ও এখন ভর্তি আছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । চিকিৎসকরা সন্দেহ করছেন,ওর ব্রেন টিউমার হয়েছে। মঙ্গলবার ওর বায়োপসি হয়েছে।তার রিপোর্ট এখনও আসেনি।রিপোর্ট এলে বিষয়টি পরিস্কার হবে।তবে এখন মেডিকেলের বেডে যন্ত্রণায় কাতরে চলেছে উৎপল।
কদিন আগেও উৎপল ছিল আর দশ জন কিশোরের মতো ছটফট করা কিশোর।নাচ-গান- ছবি আঁকা-দৌড় প্রতিযোগিতা সবেতেই ও তার প্রতিভা মেলে ধরছিল। অনাথ আশ্রমে থেকে ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক পুরস্কার ছিনিয়ে আনছিল। তার বাইরে স্কুলের পড়াশোনাতো আছেই। ফনিভূষন বিদ্যালয়ে ও সপ্তম শ্রেনীতে পড়ে।বয়স বারো বছর।ওর বাবার নাম মন্মথ সর্দার, রাস্তা মেরামতের কাজ করে।আর মা তনিমা সর্দার অন্যের বাড়িতে কাজ করে। ওদের বাড়ি সুন্দরবনের সন্দেশখালিতে।২০০৯ সালের পর থেকে উৎপল এসেছে শিলিগুড়ি টিকিয়াপাড়ার অনাথ আশ্রমে।আসলে আয়লা ঝড়ে উৎপলদের ঘরবাড়ি উড়ে গেলে ও রাস্তায় চলে আসে।তারপর ওর ঠিকানা হয়ে ওঠে শিলিগুড়ির ওই আশ্রম।আয়লার ঝড় সামলে জীবন গড়ার লড়াইয়ে নামে।কিন্তু আাবার ওর সামনে ঝড়।মাথার যন্ত্রনা ওকে আপাতত নাচগানছবিআকা এবং পড়াশোনার মতো সব লড়াই থেকে থমকে দিয়েছে।আগামীতে ওর জীবন কোন খাতে বইবে তা সময়ই বলবে।তবে ওকে সুস্থ করে তুলতে হলে সমাজের বিভিন্ন মানুষের মানবিক মুখ প্রয়োজন। কারন ওর চিকিৎসার জন্য অনেক অর্থ দরকার।ইতিমধ্যে মনীষা ফাউন্ডেশন ওকে কিছু অর্থ সাহায্য করেছে।একটি প্রয়াস থেকে শক্তি পালও মানবিক মুখ নিয়ে পাশে দাঁড়িয়েছেন। শিলিগুড়িতে স্কুল ক্রীড়া পর্ষদের সভাপতি মদন ভট্টাচার্য ওর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উৎপলকে সহযোগিতার জন্য যোগাযোগ করুনঃ৭৬০২৪৯১৫২২ এবং ৭০০১৮৮১০১৭ নম্বরে।