ছবি একেই ছবির রানী হয়ে উঠছে কিশোরী রানী

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ ছবি একে পুরস্কার এসেছে রাজ্য স্তরে। স্থানীয় স্তরে অনেক পুরস্কারতো আছেই। আর ছবি একেই ছোট্ট কিশোরী রানী সেন দাগ কাটছে বিভিন্ন মহলে। শিলিগুড়ি পুরসভার ইস্টার্ন বাইপাস লাগোয়া ৩৬ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। তার বাবা রনপদ সেন ফুল ব্যবসায়ী। টেকনো ইন্ডিয়াতে নবম শ্রেনীতে পড়ে রানী।
রানী ছবি আঁকছে সামাজিক সচেতনতার অনেক বিষয়ে।এরমধ্যে সেভ দ্য গার্ল চাইল্ডতো আছেই। তার সঙ্গে স্বচ্ছ ভারতও আছে। বাল্য বিবাহ প্রতিরোধ ছাড়াও আরও অনেক কিছু ফুটে উঠছে রানীর রং তুলিতে।পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে রানী। ওর কথায়, ছবি আকলে মন ভালো থাকে। চিন্তা শক্তিও বাড়ে।ছবির পাশাপাশি সঙ্গীত চর্চা এবং নৃত্য চর্চাও করে রানী। তবে ছবিতেই বেশি নজর। এসব শিল্প কলার চর্চা মন ছাড়াও শরীর ভালো রাখে। অনেক স্ট্রেস দূর করে। ওর মামা রবিন কর ওকে এই কাজে বেশ উৎসাহ দেয়। জাতীয় স্তরের ছবি আকার প্রতিযোগিতাতেও যেতে চলেছে রানী। রানী বলে,হাবিজাবির নেশা না করে আমরা যত শিল্প কলার নেশা করবো ততই আমাদের ভালো হবে।তবে পড়াশোনাটা করেই সব করতে হবে।একটু পড়ার ছুটি পেলেই রানী বসে পড়ে রংতুলি নিয়ে।আগামী দিনে সমাজ সচেতনতার ওপর ও আরও কিছু কাজ করতে চায়।