
নিজস্ব প্রতিবেদন ঃ হস্তশিল্পে জাতীয় পুরস্কারের জন্য মালদার শিল্পী বিপদভঞ্জন সাহার নাম মনোনীত হয়েছে ।দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি পুরস্কার নিতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের অধীন শিলিগুড়ি হস্তশিল্প পরিষেবা কেন্দ্র থেকে তাঁকে লিখিতভাবেও বিষয়টি জানানো হয়েছে। বাঁশ ও বেতের ওপর অসাধারণ কাজের জন্য তিনি তিনি গোটা দেশের মধ্যে সেরা বিবেচিত হয়েছেন। এর আগে অবশ্য ২০১৬ সালে বাঁশের কাজ করে জাতীয় মেধা পুরস্কার পান তিনি।এবার তাঁর এই সাফল্যে বেশ খুশি হস্তশিল্পপ্রেমী থেকে শুরু করে জেলা প্রশাসন। তিনি এবার বাঁশ ও বেতের মাধ্যমে কৃষ্ণ-সহ সিংহাসন তৈরি করে গোটা দেশে মালদার নাম তুলে ধরেছেন। জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হওয়া ব্যতিক্রমী শিল্পী বিপদবাবু বুধবার বলেন, ‘জাতীয় স্তরে পুরস্কার পাওয়া আমার স্বপ্ন ছিল। এতদিন পর সেই স্বপ্ন সার্থক হল। কিন্তু কয়েক বছর আগে পেলে ভাল হত। কয়েকটি স্তর পার করে তবেই জাতীয় স্তরে লড়াই করার সুযোগ পাওয়া যায়।’
