প্রবীন নাগরিকরা সমাজে ব্রাত্য নন,ছন্দ ফিরে পেতে নতুন ছন্দনীড় আমবাড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃসমাজে প্রবীন নাগরিকরা ব্রাত্য নন,অবসর গ্রহনের পরও প্রবীনরা সমাজকে অনেক কিছুই দেন।আর আগামীতে প্রবীনরা যাতে আরও বেশি করে মানুষের সেবামূলক কাজে আসতে পারেন সেই ভাবনা থেকে শুরু হতে চলেছে ছন্দনীড়।জীবন চলে এক ছন্দে।শৈশবে একরকম,কৈশোরে আর একরকম,যৌবনে আর একরকম।বার্ধক্যেও আর একরকম ছন্দ। প্রবীন নাগরিকরা সেই ছন্দেই কাজ করবেন ছন্দনীড়ে।
শিলিগুড়ি শহরের পাশে এনজেপি থেকে দশ কিলোমিটার দূরে আমবাড়ির জমিদরগছে শুরু হয়েছে নবদিগন্ত চ্যারিটেবল ট্রাস্টের। সেই ট্রাস্টের অধীনেই তৈরি হচ্ছে ছন্দ নীড়। এরকম বহু প্রবীন নাগরিক রয়েছেন যাঁরা পুত্র সন্তানকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন বা কন্যা সন্তানের বিয়ে দিয়ে দিয়েছেন কিন্তু পুত্র কন্যা বাইরে থাকায় নিঃসঙ্গ বোধ করেন।সেই সব মানুষেরা অনায়াসে ছন্দনীড়ে গিয়ে আশ্রয় নিতে পারেন। নবদিগন্ত ট্রাস্টের সম্পাদক সমীর নন্দী জানিয়েছেন, প্রবীন নাগরিকদের যাঁর যা হবি তা নিয়ে তাঁরা অনায়াসে দিন অতিবাহিত করতে পারেন এই ছন্দনীড়ে। সেখানে মেডিটেশনের ব্যবস্থাও থাকছে। থাকছে আরও অনেক সুন্দর ব্যবস্থা। সেখানে রয়েছে পুকুরও।সবুজায়নের সুন্দর ব্যবস্থাও থাকছো। সবমিলিয়ে শিলিগুড়ির পাশে আমবাড়িতে এক সুন্দর ঘরোয়া পরিবেশে প্রকৃতির কোলে আশ্রয় নিয়ে এক ছন্দ খুঁজে নিতে ছন্দনীড়।