মুম্বাই থেকে আরও একদল আসছেন শ্যুটিংয়ের জন্য, শ্যুটিংস্থল কালিঝোরা, কানদুং

নিজস্ব প্রতিবেদনঃ করোনার জন্য মাঝখানে দার্জিলিং পাহাড়ে সিনেমার শুটিং বন্ধ ছিলো। কিছু দিন ধরে আবার শুরু হয়েছে শ্যুটিং। আর করোনা সচেতনতা মেনেই সব শ্যুটিং শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে কালিঝোরা এবং কালিম্পংয়ের কানদুং এলাকায় শ্যুটিংয়ের জন্য মুম্বাই থেকে আসছে ৩৫ জনের একটি টীম। শিলিগুড়ি মুভি ক্রাফট মিডিয়ার তত্বাবধানে চলবে তাদের শ্যুটিং। মুভি ক্রাফট মিডিয়ার তরফে চৈতালি ব্যানার্জী জানিয়েছেন ওই খবর।

শিলিগুড়ি মুভি ক্রাফট মিডিয়া অনেকদিন ধরে পাহাড় ও ডুয়ার্সের প্রাকৃতিক পরিবেশে ফিল্ম ট্যুরিজম বিকাশের কাজ চালিয়ে যাচ্ছে। মুভি ক্রাফট মিডিয়ার তরফে সিনেমা প্রেমী বাবলু ব্যানার্জী এজন্য বিশেষ উদ্যোগ গ্রহন করছেন। এরমাধ্যমে স্থানীয় অনেকের কর্মসংস্থান হচ্ছে। মাঝখানে করোনার জন্য কিছু দিন শ্যুটিং পুরোপুরি বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে শ্যুটিং। সম্প্রতি বেশ কয়েকটি শ্যুটিং সম্পন্ন হল মুভি ক্রাফট মিডিয়ার তত্বাবধানে। এবারে মুম্বাই থেকে নির্দেশক ইমতিয়াজ আলির নেতৃত্বে আসছেন ৩৫ জন মডেল। তারা ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা বিজ্ঞাপনের শ্যুটিং করবেন কালিঝোরা এবং কালিম্পংয়ের কানদুং এলাকায়। মুভি ক্রাফট মিডিয়ার তরফে চৈতালি ব্যানার্জী বলেছেন, সম্প্রতি মুম্বাই থেকে আরও দুটি টীম পাহাড়ে এসে বিজ্ঞাপনের শ্যুটিং করে গিয়েছেন।