
নিজস্ব প্রতিবেদন ঃ যে সমাজে পরস্পর ঠেলাঠেলি বা হিংসা থাকবে সে সমাজ কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। বহু বছর ধরেই ভারতে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ সবাই একসঙ্গে মিলিমিশে বসবাস করে আসছে। জাত ধর্ম আলাদা আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই ভাই, ভাই। আমরা সবাই মানুষ। আজকের সমাজে এই সুন্দর পরিবেশে কোথাও কোথাও অবনতি হচ্ছে। তাই মনুষ্যত্বের জাগরন, মানুষে মানুষে ভাই ভাবের বন্ধনকে কিভাবে আরও দৃঢ় করা যায় তা নিয়ে উত্তরবঙ্গে এবার বেশি করে কাজ করতে চান ফাদার ফিলিক্স পিন্টো। শিলিগুড়ি প্রধান নগরস্থিত সেবা কেন্দ্রের ডিরেক্টর এই ফাদার ফিলিক্স পিন্টো।এবছর এই সেবা কেন্দ্র ৫০ বছরে পা দিচ্ছে। টানা ৫০ বছর ধরে দার্জিলিং পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ করে আসছে সেবা কেন্দ্র। শিলিগুড়ির আশপাশেও অনগ্রসর হতদরিদ্রদের উন্নয়নে সেবা কেন্দ্রের ভূমিকা অনন্য। মানব পাচার বিরোধী শক্তি গঠন থেকে শুরু করে মহিলাদের স্বনির্ভরতা,শিশুদের অধিকার সহ আরও প্রচুর উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করে চলেছে সেবা কেন্দ্র।৫০ বছর পূর্তিতে অনেক অনুষ্ঠান আয়োজন করছে এই কেন্দ্র। সঙ্গে বড় দিনতো আছেই।
