সতর্ক থাকুন ক্যান্সার থেকে, কি বলছেন ডাঃ সুমিত সান্যাল

নিজস্ব প্রতিবেদন ঃ কারও পেট ব্যথা হচ্ছে। মলের সঙ্গে রক্ত যাচ্ছে নিয়মিত। একটু সতর্ক থাকবেন।ওষুধ দোকান থেকে সামান্য ওষুধ কিনে এনে তা দিয়ে ধামাচাপা দেবেন না।অনেক সময় নিয়মিত মলের সঙ্গে রক্ত বের হওয়া ক্যান্সারের সঙ্কেত বহন করে। নিজের মনে রোগ নিয়ে গুরুতর কিছু সন্দেহ হলে একদম অবজ্ঞা না করে বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে রোগী ভালো হয়ে যায়। কিন্তু দীর্ঘ দিন ধামাচাপা দিয়ে রাখার পর ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছে যায়।তখন চিকিৎসকদের পক্ষেও রোগীকে বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না।শুক্রবার শিলিগুড়িতে খবরের ঘন্টাকে এই তথ্য জানালেন ডাক্তার সুমিত সান্যাল। তিনি নারায়না সুপার স্পেশালিটি এবং আর এন টেগোর হাসপাতালের সঙ্গে যুক্ত। তিনি জি আই অঙ্কোলজি সার্জন। পেটের বিভিন্ন ক্যান্সারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক তিনি। ক্যান্সার সতর্কতায় তিনি আরও জানালেন,নিয়মিত হাঁটাহাঁটি করা,নিয়ম করে খাওয়াদাওয়া করা,জাঙ্ক ফুড এড়িয়ে চলা প্রভৃতি বিষয়ে নজর দিলে কিছু ক্যান্সার নামক ব্যাধি থেকে নিজেকে দূরে রাখা যায়।