নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া স্মরণে রুকাইয়া মিনারে মাল্যদা

নিজস্ব সংবাদদাতা : নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বেগম রোকাইয়া সাখাওয়াত হোসেন— মঙ্গলবার পালন করা হলো তাঁর প্রয়াণ দিবস। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।

এই উপলক্ষে কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু রোডের ১৬২ /১ নম্বরে অবস্থিত রুকাইয়া মিনারে মাল্যদান করে তাঁকে গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

ইতিহাস বলছে, প্রয়াত হওয়ার দিন তিনি ছিলেন সাবেক ১৬২, লোহার সার্কুলার রোডের বাড়িতে। আজীবন তিনি নারী সমাজের অবস্থান, অধিকার এবং শিক্ষার গুরুত্ব নিয়ে লিখেছেন অসংখ্য প্রবন্ধ, গল্প ও বই। তাঁর চিন্তা, মতাদর্শ এবং সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক।

সমাজের অগ্রগতিতে নারীর সমান অংশগ্রহণের কথা তিনি বারবার তুলে ধরেছেন, যা নারী মুক্তি আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করেছে। তাই নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে বেগম রোকেয়ার জীবন, সাহিত্য এবং সমাজসংস্কারমূলক কাজগুলি জানা অত্যন্ত প্রয়োজন।

মাইনোরিটি কমিশনের সম্পাদক আহমেদ হাসান ইমরান বলেন, “বেগম রোকেয়া শুধু লেখিকা নন— তিনি সমাজজাগরণের আলো। নারী শিক্ষার গুরুত্ব আজও তাঁর ভাবনার মধ্যেই প্রতিফলিত।”প্রয়াণ দিবসে বেগম রোকেয়াকে স্মরণ করা মানে নারী শিক্ষার পথকে আরও উজ্জ্বল করে এগিয়ে চলা।