
নিজস্ব সংবাদদাতা, মালদা , ১২ জানুয়ারিঃ ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে একটি হিন্দি গানের অ্যালবাম রিলিজ হলো। এই অ্যালবামে অভিনেতা হিসাবে সুযোগ পেয়েছেন মালদার কালিয়াচকের এক যুবক সফিকুল আলাম রাজ । নতুন বছরের শুরুতেই ইউটিউব-এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে “বেবাফা” নামক অ্যালবামটি। যেখানে বাংলাদেশের প্রখ্যাত ডিরেক্টর জেড. এফ. অয়নের তত্ত্বাবধানে মালদা , শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে শুটিং হয়েছে। বাংলাদেশের বাজারে এই অ্যালবামের প্রথম গানটি খানিকটা জনপ্রিয় হয়ে উঠেছে।

“বেবাফা” নামক অ্যালবামের একটি হিন্দি গানের জন্য শুটিং করতে সময় লেগেছে পাঁচদিন বলেই জানিয়েছে ওই অ্যালবাম সংস্থা কর্তৃপক্ষ। এতে শুটিং করেছেন কালিয়াচকের যুবক সাফিকুল আলম রাজ, পাঞ্জাবের এক অভিনেত্রী এস. রানা এবং বিহারের জিৎ । ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে এই গানের অ্যালবাম সম্প্রচার করা হয়েছে।
ওই অ্যালবামের সঙ্গে যুক্ত মালদার অভিনেতা সফিকুল আলম রাজ বলেন, ভারত-বাংলাদেশের সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতেই এরকম একটি হিন্দি গানের অ্যালবাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশের নাম করা ডিরেক্টর জেড.এফ.অয়ন কাজ করেছেন । তার উদ্যোগেই মূলত দার্জিলিং, শিলিগুড়িতেই বেশি শুটিংটা হয়েছে । রবিবার এই অ্যালবামটি প্রকাশিত হয়েছে যা ইউটিউবের মাধ্যমে সাধারণ মানুষ দেখার সুযোগ পাবে। আগামীতেও আরো বেশ কিছু গানের অ্যালবাম তৈরির পরিকল্পনা রয়েছে ।