
নিজস্ব প্রতিবেদন, মালদা, ১১ জানুয়ারি ঃঃ মালদার কালিয়াচকের মোজামপুরে সামাজিক গঠনমূলক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট চিকিৎসক জোয়েব ফারহাদ বিশ্বাস। এদিন এক হাজারেরও বেশি দুঃস্থদের শীতের মরসুমে গরম পোশাক বিলি করলেন তিনি। শুধু তাই নয়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে সকলকে অবাক করে দিলেন ওই চিকিৎসক। সোমবার দুপুরে কালিয়াচকের মোজামপুর এলাকায় এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ওই চিকিৎসকের এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন মোজামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সারিউল বিশ্বাস , ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাইদুল সেখ, তারেক বিশ্বাস, হাসমত আলী সহ অন্যান্যরা।

বলাবাহুল্য , লকডাউন পরিস্থিতিতে কালিয়াচকের হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা চিকিৎসক জোয়েব ফারহাদ বিশ্বাস। শুধু বস্ত্র বিলি নয় , নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া , এছাড়াও সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত ও আহতদের আর্থিক অনুদান সবই তিনি করেছেন। প্রায় ১০টি গ্রাম পঞ্চায়েতের এই ধরনের সামাজিক গঠনমূলক কর্মসূচি নিয়েছেন ওই চিকিৎসক। তার এই সামাজিক পরিষেবায় রীতিমতো হতবাক করে দিয়েছে কালিয়াচকের মানুষদের। মোজামপুর থেকে সুজাপুর , শেরশাহী থেকে জালালপুর , এরকম বহু এলাকা রয়েছে সেখানকার মানুষদের অনেক কষ্ট করে শহরে এসে নানা জটিল রোগের চিকিৎসা নির্ণয় করতে হয়। কিন্তু সপ্তাহে অন্তত দু’দিন কালিয়াচকের নিজের চেম্বারে বসে বিনামূল্যে রোগীদের পরিষেবা দিচ্ছেন ডক্টর ফরহাদ বিশ্বাস। এমনকি প্রয়োজনমতো বিনামূল্যে ওষুধ বিলি করছেন তিনি।
এদিন মোজামপুর খেলার মাঠে মঞ্চ থেকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেবার পাশাপাশি গরিব মানুষদের উন্নতমানের গরম পোশাক বিলি করা হয় এই কর্মসূচির মাধ্যমে।এদিন কর্মসূচি শেষে ডক্টর ফারহাদ বিশ্বাস বলেন, গত ৮ থেকে ৯ মাস ধরে লাগাতার আমি এই ধরনের সামাজিক কাজ করছি। কোন রাজনৈতিক মঞ্চ থেকে নয় নিজের উদ্যোগে এবং এলাকাবাসীদের নিয়েই এই কাজ করে চলেছি। ভবিষ্যতেও করব । বিনামূল্যে চিকিৎসা দেওয়া এবং গরম পোশাক বিলি করা সবটাই যতদিন বাঁচবো ততদিন করব।