
নিজস্ব প্রতিবেদনঃ জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে আনতে পুরসভার নতুন উদ্যোগ। টোটো চালকদের জন্য আই কার্ড বারকোড প্রথা চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে।*
টোটো চালকদের সুবিধার্থে জলপাইগুড়ি শহরে এই প্রথম টোটো চার্জিং স্টেশনও বসছে। এর পাশাপাশি শহরে পার্কিং জোনের ব্যবস্থা করা হচ্ছে। এখবর জানিয়েছেন পুরসভার ভাইস-চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী।*
এক একজন মালিক একাধিক টোটো কিনে টোটো ভাড়া দিয়ে যাচ্ছিল। অনেক বেআইনি টোটোও ভরে যাচ্ছিলো।জলপাইগুড়ি শহরে এবার সেইসব অবৈধ টোটো রুখতে বিশেষ উদ্যোগ নিলো জলপাইগুড়ি পুরসভা।*
জলপাইগুড়ির পুরভবনে বামপন্থী এবং তৃনমূল পন্থী দুই টোটো ইউনিয়নেরর সাথেও বৈঠকে বসে জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষ ।তাতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ জলপাইগুড়ি ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা। সেখান থেকে জলপাইগুড়ি পুরসভা এবং চারটি গ্রাম পঞ্চায়েতে এলাকার টোটোদের ডিজিটাল পরিচয় পত্র প্রদান করার কথা ঘোষণা হয়। পরিচয় পত্র ছাড়া বাইরের টোটো যদি শহরে ঢোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় পুরসভার তরফে। এছাড়াও টোটোতে অতিরিক্ত যাত্রী পরিবহন সহ বেশ কয়েকটি নিয়ম লাগু করা হয়।
