
নিজস্ব প্রতিবেদন ঃ চলে গেলেন ডাঃ মুকুন্দ মজুমদার।মঙ্গলবার দুপুর একটা দশ মিনিটে কলকাতা সল্ট লেকের একটি বেসরকারি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির সভাপতি ডাঃ মুকুন্দ মজুমদার।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।বাংলা ভাষার জন্য তিনি আমৃত্যু লড়াই চালিয়ে গিয়েছেন। গত শুক্রবার রাতে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে সল্টলেকের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পুত্র বধূ, নাতিনাতনি এবং গুণমুগ্ধ অনেক অনুগামী রেখে গেলেন। বাংলা ভাষা বাঁচাওয়ের জন্য তাঁর নিঃস্বার্থ লড়াই এক অসামান্য নজির। তাঁর প্রয়ানে বিভিন্ন মহল শোকাহত।একসময় শিলিগুড়ি বিধান রোডে এলাকায় তিনি রোগী দেখতেন নিয়মিত।তিনি ছিলেন চক্ষু বিশেষজ্ঞ। সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বহু বছর আগে অবসর নিয়ে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন।পেনশনের টাকায় তিনি সামাজিক কাজ এবং ভাষা আন্দোলনের পিছনে ব্যয় করতেন।তাঁর পুত্র, পুত্রবধূরা সকলেই ব্রিটেনে চিকিৎসক হিসাবে কর্মরত। তাঁর স্ত্রী সরকারি একটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। কলকাতার সল্টলেকে তাঁর বাড়ি থাকলেও ভাষার জন্য লড়াইয়ের টানে প্রায় সময়ই তিনি শিলিগুড়ি পড়ে থাকতেন। উচ্চ শিক্ষিত হলেও অত্যন্ত সাদামাটা যাকে বলে মাটির মানুষের মতোই শিলিগুড়ির রাস্তায় হেঁটে হেঁটে ঘুরতেন মুকুন্দবাবু।
