
নিজস্ব প্রতিবেদন ঃ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে তাকে নিয়েই চলচ্চিত্র উৎসবের আয়োজন। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর সহ দীনবন্ধু মঞ্চ অ্যাডভাইজারি কমিটির পক্ষ থেকে এই উৎসব করা হচ্ছে। আগামী ১২জানুয়ারি থেকে ২১জানুয়ারি অবধি দীনবন্ধু মঞ্চে সত্যজিৎ রায়ের ২০টি সিনেমা প্রদর্শিত হবে। উদ্বোধনে থাকছেন তার ছেলে পরিচালক সন্দীপ রায় । সকলে যাতে তা দেখতে পারে তারজন্য প্রবেশ অবাধ রাখা হয়েছে বলে জানালেন দীনবন্ধু মঞ্চের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা মেয়র গৌতম দেব।
