লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে দিনরাত পরিশ্রম করে চলেছেন এই শিল্পী,১৪ জানুয়ারি মিলাপ ২০২৪

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গের লোক সঙ্গীতে একটি জনপ্রিয় নাম আজিমুদ্দিন মিঞা।তিনি আকাশবাণীর নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন।উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়াকে বাঁচিয়ে রাখতে তিনি সারা জীবন পরিশ্রম করেছেন।ভাওয়াইয়ার সঙ্গে লোক শিল্পকে বাঁচিয়ে রাখতে তিনি তৈরি করেন মেঠো সুর সঙ্গীতালয়।তাঁর প্রয়ানের পর তাঁর পুত্র সাত্তারউদ্দিন আহমেদ মেঠো সুর সঙ্গীতালয়ের মাধ্যমে লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি লোকসঙ্গীতের প্রতি যেসব দুঃস্থ ছেলেমেয়েরা আগ্রহ দেখায় তাদেরকে প্রতিভাবান সঙ্গীত শিল্পী সাত্তারউদ্দিন আহমেদ বিনা পয়সায় সঙ্গীত শেখান। একতারা নিয়ে বালাসন নদীর ধারে পাথর ভাঙা শিশু শ্রমিকদের তিনি বিনা পয়সায় গান শেখান।চা বাগানের শ্রমিক,কৃষি জমি থেকে চা এর দোকান সর্বত্র শিল্পী সাত্তারউদ্দিন আহমেদ একতারা নিয়ে পৌঁছে যাচ্ছেন। প্রতিভার অন্বেষণে বিনা পয়সায় গান শেখাতে এতটুকুও দ্বিধা করেন না এই শিল্পী। আবার শিলিগুড়ি ভারতনগরেও বেশ নিষ্ঠার সঙ্গে বহু মানুষকে লোক সঙ্গীত শিখিয়ে চলেছেন এই শিল্পী। সঙ্গীত তাঁর রক্তে, সঙ্গীত তাঁর প্রানে।নিজে সঙ্গীত রচনা করে সুরও দেন।প্রতি বছর সাত্তারউদ্দিনবাবুদের মেঠো সুর সঙ্গীতালয় মিলাপ অনুষ্ঠানের আয়োজন করে। এবার সেই অনুষ্ঠান ১৪ জানুয়ারি, শিলিগুড়ি ভারতনগরের তরুন তীর্থ ক্লাবের মাঠে।শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবিদের নিয়ে পৌষালি আড্ডার মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।এবারও মিলাপ ২০২৪ অনুষ্ঠিত হবে সারদিন ধরে। প্রচুর লোক সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক সেখানে যোগ দেবেন।সেই অনুষ্ঠানে গুনীজন সংবর্ধনাও হবে বলে শিল্পী সাত্তারউদ্দিন আহমেদ এবং মিলাপ উৎসব কমিটির সভাপতি প্রানকুমার দাস জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :