মাছ বাজারেই প্রতিভার উৎসব: হায়দরপাড়ায় গঙ্গা ও শনি পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উজ্জ্বল মাছ ব্যবসায়ীদের সন্তানরা

নিজস্ব প্রতিবেদক :
পেশায় তাঁরা মাছ ব্যবসায়ী হলেও তাঁদের পরিবারে যে সৃজনশীল প্রতিভার অভাব নেই, তা আরও একবার প্রমাণিত হলো শনিবার সন্ধ্যায়। শিলিগুড়ির হায়দরপাড়া মাছ বাজার চত্বরে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাছ ব্যবসায়ীদের ছেলে-মেয়েরা গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আসলে ওই দিন হায়দরপাড়া মাছ বাজারে বাৎসরিক গঙ্গা পুজো ও শনি পুজো অনুষ্ঠিত হয়। এই ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল সাংস্কৃতিক আয়োজন, যা অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। শিশু ও কিশোরদের পরিবেশিত নানা সৃজনশীল উপস্থাপনা দেখে দর্শকদের মুখে হাসি ফুটে ওঠে।

পুজো উপলক্ষে মাছ বাজার চত্বরে সকলের মধ্যে প্রসাদ বিতরণের পাশাপাশি শীতবস্ত্র বিতরণের ব্যবস্থাও করা হয়। এই উদ্যোগের মাধ্যমে মাছ ব্যবসায়ীরা সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা ও মানবিক মানসিকতার পরিচয় দেন। উদ্যোক্তারা জানান, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মাছ ব্যবসায়ী ও তাঁদের সন্তানদের উৎসাহ দেন হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা এবং সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাঞ্চন ঘোষ।