খুদে ক্রীড়াবিদদের উচ্ছ্বাসে মুখর আর বি পাবলিক স্কুল, তৃতীয় বর্ষে ক্রীড়া দিবসের বর্ণিল আয়োজন

নিজস্ব প্রতিবেদক :
হরিপুর, নিউ জলপাইগুড়ির আর বি পাবলিক স্কুলে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্‌যাপিত হলো বিদ্যালয়ের তৃতীয় বার্ষিক ক্রীড়া দিবস। দিনভর নানা খেলাধুলা ও আনন্দঘন কর্মসূচিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রিন্সিপাল অনামিকা ফুলবাড়ী ১নং অঞ্চলের পঞ্চায়েত সদস্যার উপস্থিতিতে এই অঞ্চলে বিদ্যালয়টির ভূমিকা ও অনুভূতির কথা তুলে ধরেন। তিনি শিশুদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্বের উপর আলোকপাত করেন।

এই ক্রীড়া দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাকোবা গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা মানসী ঠাকুর, শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক আশিষ পাল এবং হায়দর পাড়া বুদ্ধ ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী।

স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রশাসক তথা প্রাক্তন রেলওয়ে ট্রেন ম্যানেজার গৌতম দে। তিনি জানান, তাঁদের বিদ্যালয়ের ট্যাগলাইন “A School with Parental Care”, এবং এই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে প্রতিনিয়ত তাঁরা সচেষ্ট থাকেন।
চূড়ান্ত পর্বে মোট ১৭টি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল গ্র্যান্ড প্যারেন্টস ক্রীড়া প্রতিযোগিতা। নাতি-নাতনীদের বিদ্যালয়ে দাদু-ঠাকুমা ও দিদিমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিযোগিতা ক্রীড়া দিবসকে করে তোলে আরও আবেগঘন ও স্মরণীয়।