
নিজস্ব প্রতিবেদনঃবৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করল এসএসএবির ৭০২ আলফা কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। এদিন প্রথমে মাগুরা,ঝিংঙ্গীবাড়ি থেকে রুট মার্চ শুরু হয়। এরপর বিবেকানন্দপল্লি,বিধাননগর বাজার,রবীন্দ্রপল্লি,শান্তিপাড়া এলাকা রুট মার্চ হয়। এর পাশাপাশি নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেন সাধারণ মানুষজনকে। নির্বাচনের মুখে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে খুশি সাধারণ মানুষ। মূলত নির্বাচনের আগে ভোটারদের মনোবল বৃদ্ধি করতে বিভিন্ন জায়গায়এই রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর প্রশাসন। দার্জিলিং জেলায় ১৭ই এপ্রিল বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনকে মাথায় রেখেই কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
