শিলিগুড়িতে কিডনি দিবসে পদযাত্রা, সচেতনতার বার্তা

নিজস্ব প্রতিবেদনঃ বৃহস্পতিবার ছিল বিশ্ব কিডনি দিবস।এই বিশেষ দিবসকে সামনে রেখে এদিন শিলিগুড়ি সেভক রোডের আনন্দলোক মাল্টি স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে এক পদযাত্রা বের হয়। তাতে বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাঃ অভিনব দেবনাথ,হাসপাতালের জেনারেল ম্যানেজার বাবুল বিশ্বাস সহ অন্যরা অংশ নেন।

পরে এক সাংবাদিক বৈঠকে আনন্দলোক মাল্টি স্পেশালিটি হাসপাতালের প্রধান কর্নধার ডাঃ সুশান্ত রায় জানান, কিডনি আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই সচেতনতা বিশেষ জরুরি। কিডনি ভালো রাখতে হলে কি করতে হবে, তা অনেকের জানা নেই। ফলে সচেতনতার অভাবে নিঃশব্দে অনেকের কিডনি নষ্ট হতে থাকে। তারা শেষ পর্যায়ে চিকিৎসকের কাছে আসেন। তখন চিকিৎসকেরও কিছু করার থাকে না। সেজন্য আগে থেকেই রক্ত চাপ এবং ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখার দিকে নজর দিতে হবে। ডাক্তার এ কে খান্ডেলওয়াল জানিয়েছেন, যাদের কিডনি রোগ দেখা দেয় তাঁরা সত্যিই এক দুর্বিসহ অবস্থার মধ্যে পড়তে হয়। এই রোগের উপসর্গ হলো, শরীরে মেদের ভাব বা মোটা হওয়া, মনে স্ফূর্তি চলে যায়, কাজের প্রতি উৎসাহ থাকে না, ঘুম হয়না ঠিকমতো, ব্যথা হয়, শ্বাসকষ্ট দেখা যায়, হাঁটাচলা ঠিকমতো করতে পারে না রোগী। তাদের খাওয়াদাওয়াও কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি হয়। বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাঃ অভিনব দেবনাথ কিডনি রোগের বিভিন্ন দিক মেলে ধরেন। তবে শুরুতেই ব্লাড সুগার এবং ব্লাড প্রেসারের দিকে নজর দিতে বলে তিনি জানান। কিডনি আক্রান্তদের কাঁচা লবন খাওয়া থেকে বিরত থাকতে হবে। তার সঙ্গে রান্নাতেও লবনের ভাগ একবারে কমিয়ে ফেলতে হবে।