বৌভাত অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ, বিভিন্ন সামাজিক বার্তা

নিজস্ব প্রতিবেদন ঃ বিয়ে অনেকেই করে। বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান। বিয়ে মানে আজকাল অনেকের কাছে বাজিপটকা ফাটানো,ব্যস্ত যানজটময় শহরে শোভাযাত্রা বের করে যানজট বৃদ্ধি এটাই হয়ে উঠছে ফ্যাশন।কিন্তু বিয়ে নামক সামাজিক অনুষ্ঠানে সমাজের জন্য ইতিবাচক বার্তার কাজ খুব কমই চোখে পড়ে।যদিও অনেকেই আবার বিয়ে অনুষ্ঠানের মাধ্যমে সামজিক বার্তা দেন।শিলিগুড়ি দেশবন্ধু পাড়া নিবাসী তরুণ সমাজসেবী শক্তি পাল এমনই কিছু সামজিক কাজের বার্তা দিলেন বিয়েতে। স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিক ফাউন্ডেশন টিমের প্রতিষ্ঠাতাও শক্তিবাবু।তাঁর মা দীপ্তি পাল একজন জাতীয় স্তরের অ্যাথলেট। শক্তি এবং গীতিকার বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিলো বুধবার। শিলিগুড়ি এস এফ রোডের একটি হোটেলে সেই বৌভাত অনুষ্ঠানে যুদ্ধ নয়,শান্তি চাই থেকে শুরু করে আরও অনেক বার্তা দেওয়া হয়। বিয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। সারা বছর ধরেই বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করেন ইউনিক ফাউন্ডেশনের সমাজসেবী শক্তি পাল কিন্তু বিয়ের অনুষ্ঠানেও তা ব্যতিক্রমী নজির হয়ে থাকলো।