
নিজস্ব প্রতিবেদনঃগৌতম বুদ্ধের সময় বিরাট মহামারী হয়েছিল বৈশালীতে। একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে মহামারীতে চারদিকে মৃতদেহ দেখে বৈশালী থেকে একদল মানুষ গৌতম বুদ্ধের শরনাপন্ন হয়েছিলেন। তিনি তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তাঁর শরনাপন্ন হওয়া মানুষদের তখন গৌতম বুদ্ধ বলেছিলেন, তোমাদের ওপর দেবতাদের দৃষ্টি পড়েছে!! তোমরা সৎ ভাবের পরিবেশ তৈরি করো। গৌতম বুদ্ধের নির্দেশে তখন তাঁর সঙ্গী আনন্দ ভিক্ষু বৈশালীতে গিয়ে বুদ্ধের মন্ত্র-সূত্র দিয়ে কাজে নামলে বৃষ্টি শুরু হয় এবং মহামারীর পরিবেশ দূর হয়। অন্তত বৌদ্ধ ধর্মাবলম্বীরা এমনটাই বিশ্বাস করেন। শিলিগুড়িতে বৌদ্ধ সংঘ ও সমাজে একটি সুপরিচিত নাম আচার্য বিনয়পাল মহাথের। তিনি আসন্ন বৌদ্ধ জন্মজয়ন্তীকে সামনে রেখে এই করোনা আবহে জানালেন গৌতম বুদ্ধের কিছু দর্শন
