
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের মধ্য চয়নপাড়ার বাসিন্দা লিপি সাহা এই করোনা পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন।ছয় বছর আগে তাঁর স্বামী পথ দুর্ঘটনায় মারা যান। এখন বৃদ্ধা শাশুড়ি এবং নবম শ্রেণির ছাত্রী এক কন্যাকে নিয়ে চরম অর্থ সঙ্কটে রয়েছেন লিপিদেবী।অবস্থা এমন হয়েছে যে কোনও কোনওদিন উনুনে হাড়ি না চড়লে অভুক্ত অবস্থাতেই দিন কাটাতে হয় এই দরিদ্র অসহায় পরিবারকে।শুক্রবার খবরটি পেয়ে মধ্য চয়নপাড়ার সমাজসেবী টোটোন সাহা লিপিদেবীর বাড়ি গিয়ে চাল,ডাল সহ অন্য খাদ্য সামগ্রী তুলে দেন। টোটোনবাবুর সঙ্গে এই কাজে উৎসাহ দেন স্থানীয় তৃনমুল যুব কংগ্রেস সভাপতি মিঠু রায়, তৃনমুল নেত্রী আল্পনা দত্ত প্রমুখ। আর সমাজসেবী টোটোনবাবুকে এই মানবিক কাজে উৎসাহিত করেন তাঁর স্ত্রী শুভ্রা সাহা।কদিন আগেই এলাকার ৫১ জন গরিব মানুষের মধ্যে চাল ডাল সয়াবিন মাস্ক বিলি করেন টোটোনবাবু।টোটোনবাবু বলেন, আমার ঘরে ছোট্ট শিশু কন্যা রয়েছে। তার নাম রাজশ্রী। ছোট থেকেই শিশু কন্যার মধ্যে মানবিক ও সামাজিক ভাবনা তৈরি করতে তাঁর এই ধরনের কর্মসূচি। ওদিকে লিপিদেবী চাইছেন একটি কাজ।একটি কাজ পেলে পরিবার চালাতে তাঁর কোনও অসুবিধা হবে না বলে লিপিদেবী জানান।
