সবুজ ধ্বংসের জের,শিলিগুড়িতে শিশুরাও ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে — জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সি পি শর্মা

নিজস্ব প্রতিবেদন ঃ গত ৫ জুন আমরা চারদিকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি।কিন্তু এখন যা পরিস্থিতি তাতে প্রতিদিনই পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা বেড়ে গিয়েছে। অন্তত শিলিগুড়ির বিশিষ্ট ফুসফুস বিশেষজ্ঞ তথা পালমোনোলজিস্ট ডাঃ চন্দ্র প্রসাদ শর্মা কিন্তু শহরের পরিবেশ নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। তিনি বলছেন,কুড়ি বছর আগেও শিলিগুড়ির আশপাশে প্রচুর গাছ ছিলো।গাড়ির সংখ্যা শিলিগুড়ি শহরে এত বেশি ছিলো না।একদিকে গাছ কমে যাওয়া আরেকদিকে কার্বন বেড়ে যাওয়ার ফলে প্রচুর ফুসফুসের রোগী তাঁরা পাচ্ছেন।শিশুরাও এই পরিবেশ দূষনের শিকার।অ্যাজমা,সি ও পি ডি,ব্রঙ্কাইটিস বেড়ে গিয়েছে। অতিরিক্ত গরমেও মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।এখনই পরিবেশ সতেজ করতে সবুজায়ন এবং গাড়ির ধোঁয়া না কমালে আরও বিপদ আসছে।
বহু শিশু পরিবেশ দূষনের জেরে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে উদ্বেগ জানান ডাঃ সি পি শর্মা।তিনি শিলিগুড়ি প্রধান নগরের নিবেদিতা নার্সিং হোমের ডিরেক্টর। প্রতিদিন তাঁকে একবার দেখানোর জন্য প্রচুর ফুসফুসের রোগী ভিড় করেন।নিজস্ব সামজিক সেবামূলক সংস্থার মাধ্যমেও কাজ করেন এই চিকিৎসক। দু-মাসে একবার তিনি সচেতনতা বৃদ্ধির অনুষ্ঠানও করছেন।তিনি তাঁর রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে জুনিয়র চিকিৎসক সহ অন্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করছেন।এছাড়া ফুসফুস ক্যান্সার নিয়ন্ত্রণ নিয়েও একটি সংস্থার মাধ্যমে কাজ করে চলেছেন তিনি।পয়লা জুলাই চিকিৎসক দিবসকে সামনে রেখে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-