
নিজস্ব প্রতিবেদন ঃ গত পনের মার্চ থেকে স্কটল্যান্ড ওপেন তাইকুন্ডু চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয় অনলাইনে। তাতে পৃথিবীর ৩১টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়।ভারত থেকে যে ১২ জন এতে অংশ নেয় তার সাতজনই জলপাইগুড়ি জেলার গ্রাম এলাকার বাসিন্দা। করিমূল হক মানব সেবা সদন সোসাইটি তাইকুন্ডু একাডেমিতে এই গ্রামের ছেলেমেয়েরা নিয়মিত প্রশিক্ষন নেয়। তাদের এই প্রতিযোগিতার নাম ছিল সাউথ কোরিয়া এক্সিলেন্ট। ভারত থেকে অংশ নেওয়া বারোজনের মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিযোগী হল মহম্মদ ফারহান।ফারহান সম্পর্কে পদ্মশ্রী করিমূল হকের নাতি।শিলিগুড়ি থেকে ডাঃ পিনাকি মৈত্র এইসব খেলোয়াড়দের তাইকুন্ডু শেখায় উৎসাহ এবং প্রশিক্ষণ দেন।এই প্রতিযোগিতায় ভালো ফল করাতে রবিবার পদ্মশ্রীর রাজাডাঙা গ্রামে তাদের উৎসাহিত করা হয় শংসাপত্র প্রদানের মাধ্যমে। এদিনের সেই অনুষ্ঠানে স্বাস্থ্য ভালো রাখতে তাইকুন্ডু বা খেলাধূলার চর্চার ওপর গুরুত্ব দেন পদ্মশ্রী করিমূল হক এবং ডাঃ পিনাকি মৈত্র।
