এনজেপিতে ভাঙচুর রেশন দোকান, উদ্বেগ রেশন ডিলারদের

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি এনজেপির ভালোবাসা মোড়ের কাছে একটি রেশন দোকান ভাঙচুর হয়।ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেন রেশন ডিলাররা।তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন নিরাপত্তার দাবিতে। বুধবার যারা রেশন দোকান ভাঙচুর করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা চেয়েছেন তাঁরা। শিলিগুড়ি এম আর ডিলার সংগঠনের কর্মকর্তা উৎপল সরকার জানিয়েছেন, এখন নতুন ব্যবস্থায় রেশন দেওয়ার সময় ডিলারদের ওটিপির জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক সময় ওটিপি আসতে দেরি হয়।আর এতেই অনেক সময় ধৈর্য চ্যুতি ঘটছে গ্রাহকদের। অথচ ওটিপি আসতে দেরি হওয়ার পিছনে ডিলারদের কোনও দোষ নেই। রেশন ডিলাররা এই করোনা পরিস্থিতিতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। আধুনিক নেট প্রযুক্তির সাহায্য নিয়ে রেশন প্রদানেও ডিলাররা পরিশ্রম করে চলেছেন। এই করোনা পরিস্থিতিতে সামনে থেকে রেশন পরিষেবা স্বাভাবিক রাখতে ডিলারদের অবদান কম নয়।আর এর দরুন করোনা আক্রান্ত হয়ে রেশন ডিলারদের মৃত্যু পর্যন্ত হয়েছে। অথচ মৃত্যুর পর অনেক রেশন ডিলারের পরিবার আর্থিক ক্ষতিপূরনও পাননি।রেশন ডিলারের মৃত্যুর পর অনেক পরিবার অসহায় অবস্থায় রয়েছে বলেও উৎপলবাবু জানান। তাঁরা সমগ্র পরিস্থিতি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।