শিলিগুড়ি হিলকার্ট রোড সহ অন্যত্র টিকাকরন

নিজস্ব প্রতিবেদন ঃ যারা আর্থিক দিক থেকে অনগ্রসর, টাকার জন্য করোনার টিকা গ্রহন করতে পারছেন না, সেই সব ব্যবসায়ী সদস্য,তাদের পরিবার, ফেরিওয়ালাদের জন্য বুধবার বিনামূল্যে টিকাকরন শিবির আয়োজিত হয় শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সহযোগিতায়। এদিন সকাল থেকে সমিতির কার্যালয়ে করোনি বিধি মেনে টিকাকরন শিবির শুরু হয়।শিলিগুড়ি পুরসভার কর্মীরা এই শিবিরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সনৎ ভৌমিক এবং কর্মকর্তা লায়ন সুরেশ সিনহল জানিয়েছেন, এর আগেও তাঁরা এরকম বিনামূল্যে টিকাকরন শিবিরের আয়োজন করেন ।বহু গরিব সাধারণ মানুষ হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির এই সহযোগিতায় উপকৃত হয়েছেন। অপরদিকে শিলিগুড়ি পুর সভার উদ্যোগে এবং শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ও পি ডব্লিউ ডি মোড় ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির সহযোগিতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য করোনা ভাইরাসের টিকাকরণ শিবির বুধবার আয়োজিত হয় শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগারে।
—————————