শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে ব্যাপক অভিযান

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার শিলিগুড়ি সেভক রোডে একটি ওয়্যার হাউস গোডাউনে অভিযান চালিয়ে শিলিগুড়ি পুলিশ দশটনেরও বেশি প্লাস্টিক ক্যারিব্যাগ আটক করে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং এসওজি ওই অভিযান চালায়। ওই ওয়্যারহাউস গোডাউন মালিকের বিরুদ্ধেও এখন ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদিন ধরেই শিলিগুড়িতে পুরসভা প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে কড়া মনোভাব গ্রহণ করেছে। খোদ পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব এবং সদস্য রঞ্জন সরকার প্লাস্টিক ক্যারিব্যাগের অভিযানে নেমেছেন। তারমধ্যেই বুধবার পুলিশ ওই অভিযান চালায়। পুলিশের সূত্রে খবর, প্লাস্টিক ক্যারিব্যাগ গোডাউনে মজুত করার পর শহরের দোকানগুলোতে তা সরবরাহ করা হোত।পুলিশ এখন অন্যান্য ওয়্যার হাউসগুলোতেও খোঁজখবর শুরু করেছে,কোথায় প্লাস্টিক ক্যারিব্যাগ মজুত করা আছে। এদিন উদ্ধার হওয়া দশ টন প্লাস্টিক ক্যারিব্যাগের মূল্য লক্ষ টাকার ওপর। অপরদিকে শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব এবং সদস্য রঞ্জন সরকার এদিন শহরের ডি আই ফান্ড মার্কেট এলাকায় রাস্তায় নেমে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালান।গৌতমবাবু এবং রঞ্জনবাবু সকলকে সতর্ক করে দিয়ে বলেন, প্লাস্টিক ক্যারিব্যাগ পরিবেশের দূষন সৃষ্টি করে। তাই পুরসভা প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার মেনে নেবে না।প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।