
নিজস্ব প্রতিবেদন ঃ পুজোর আগে থেকেই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ডেঙ্গু শুরু হয়েছে। এবার এই ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার দার্জিলিং জেলার ২,৫,১৩,১৪,১৬,১৭ এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত ৪০,৪১,৪২,৪৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন ওএসডি ডাঃ সুশান্ত রায়। ওই এলাকাগুলি পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দুই জেলার ডেপুটি সিএমওএইচ টু এবং পুর আধিকারিকেরা। পরিদর্শনে বেরিয়ে তাঁরা দেখেন, বেশ কিছু স্থানে জল জমে রয়েছে। সেই এলাকাগুলো সাফাই করার আবেদন জানান ডাঃ সুশান্ত রায়। সাংবাদিকদের তিনি বলেন, সচেতনতা নেই বলেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ি বাড়ি জল জমে থাকছে। এই পরিস্থিতির জন্য তারা একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে ওএসডি ডাঃ সুশান্ত রায় জানান।
