শুক্রবার দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত ৩৯

নিজস্ব প্রতিবেদনঃ বিদায় নেয়নি করোনা। তবে শুক্রবার দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৩৯ জন।জলপাইগুড়ি জেলার সংযোজিত ভক্তিনগর, এনজেপি থানা মিলিয়ে শিলিগুড়ি পুর এলাকায় এদিন করোনা আক্রান্ত ছিলো ১৮ জন। দার্জিলিং জেলায় শুক্রবার ৩৮ জন করোনা আক্রান্তের মধ্যে শিলিগুড়ি পুর এলাকায় আক্রান্ত সংখ্যা ছিল ১৪ জন। জেলার দার্জিলিং পুর এলাকায় ১, কার্শিয়াংয়ে ২, মাটিগাড়ায় ৮, মিরিকে ২, নকশালবাড়িতে ৫, সুকনা ৩, খড়িবাড়ি ১ সুখিয়াপোখরি ১ এবং ফাঁসিদেওয়ায় ২ জন এদিন করোনা আক্রান্ত হয়। হোম আইসোলেশন মিলিয়ে সরকারি ব ্যবস্থাপনায় এদিন ৮৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।এদিকে দুর্গা পুজো,
কালি পুজোকে হার মানিয়ে বিয়ে অনুষ্ঠানে যেভাবে বাজি ফাটানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন মানুষ প্রশ্ন তুলছেন, সবাই কি এখন জেগে ঘুমোচ্ছে?? করোনা কি বিদায় নিয়েছে? বিয়েতে এত বেশি আনন্দের কারণ কি? এতই যদি বিয়ে আয়োজকদের টাকা তবে বাজি কম ফাটিয়ে গরীব মানুষগুলোকে একটু চাল ডাল দিয়ে সাহায্য করতে পারে না?