
নিজস্ব প্রতিবেদন ঃ ধরিত্রী সংগঠনের উদ্যোগে শনিবার ১০ ডিসেম্বর একটি বস্ত্রদান
শিবিরের আয়োজন করা হয় বাগডোগরা ছাড়িয়ে সন্ন্যাসী চাবাগানের সন্নিকটে নানুজোতের আদিবাসী অধ্যুষিত সোনারগাঁও এলাকায়।ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষের মধ্যে বস্ত্র দেওয়া হয় যা তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে। এর সঙ্গে ছিল
কেক, ফ্রুটি,মাজা জাতীয় খাদ্যদ্রব্য।অনুষ্ঠানের জেরে সেখানে
একটা আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়।
ধরিত্রীর তরফে সভাপতি ডঃ দিলীপ রায় চৌধুরী, সম্পাদক সুনীল সরকার, সহ-সম্পাদক সজল কুমার গুহ ছাড়া আরও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে যাদের সহযোগিতায় প্রায় পঞ্চাশ জনকে সাহায্য করা সম্ভব হয় ভালো মতো।
