আত্মজ-র সামাজিক কাজ

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পশ্চিম আশ্রম পাড়া এলাকায় কাজ শুরু করেছে আত্মজ নামে স্বেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি ওই সংস্থার তরফে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো।তাঁরা মহিলারা সবাই মিলে এরকম সামাজিক ও মানবিক কর্মসূচি আগামীদিনে আরও গ্রহণ করবেন বলে অনামিকা সরকার জানিয়েছেন।বস্ত্র পেয়ে বেশ খুশি গরিব মানুষেরা।