বীর বিপ্লবী প্রফুল্ল চাকীর ১৩৮তম জন্মজয়ন্তীতে শিলিগুড়ি পুরনিগমের শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব প্রতিবেদন:
বিপ্লবী প্রফুল্ল চাকীর ১৩৮তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে জানানো হলো গভীর শ্রদ্ধা। শহরের ৩০ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুব্রত শিশু উদ্যানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র গৌতম দেব, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা।

এই কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র প্রফুল্ল চাকীর আত্মত্যাগ এবং সাহসিকতাকে স্মরণ করা হয়। অল্প বয়সেই স্বদেশী আন্দোলন ও সশস্ত্র বিপ্লবের পথ ধরে ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি।

বিপ্লবী খুদিরাম বসুর সহযোদ্ধা হিসেবে তৎকালীন ইংরেজ কর্মকর্তা কিংসফোর্ডকে লক্ষ্য করে মুজফ্ফরপুর বোমা হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। গ্রেপ্তার এড়াতে আত্মাহুতি দিয়ে তিনি অমর হয়ে আছেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে।

এদিনের অনুষ্ঠানে বক্তারা প্রফুল্ল চাকীর জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে তাঁর পথ অনুসরণের আহ্বান জানান। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়—শহরের বিভিন্ন ওয়ার্ডে এমন দেশনায়কদের স্মরণে সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিত আয়োজিত হবে।

শহিদ প্রফুল্ল চাকীর স্মৃতিকে প্রণাম জানাতে উপস্থিত সকলেই নীরবতা পালন করেন ও স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।শ্রদ্ধা নিবেদন করা হয় শিলিগুড়ি পুরসভা ভবনেও।