শিলিগুড়ি মহকুমার বিধান নগরে ১৪ বছর পর মাকে ফিরে পেল সন্তান

নিজস্ব প্রতিবেদন ঃদীর্ঘ চৌদ্দ বছর পর গাধুলি রায়( সিংহ) তার ছেলেকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল । শিলিগুড়ি মহকুমার বিধাননগরের আন্ডারপাসই গত বেশ কয়েকবছর ধরে ঠিকানা ছিল গাধুলির । লকডাউন এর সময় তাকে প্রতিনিয়ত বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাসের সহযোগিতায় খাওয়ানো হয়েছিল। পুলিশ কর্মী বাপন দাস গাধুলির কাছে ভাইফোঁটাও নিয়েছিল, সেই গাধুলিকে তার ছেলে বিক্রম রায়ের হাতে তুলে দিতে পেরে আনন্দে আত্মহারা বাপন দাস ।

বাপনবাবু বলেন, গাধুলি রায় সিংহকে খালি আমরা নই, সকল বিধাননগরবাসী সহযোগিতা করত। প্রতিদিন কেউনা কেউ খাবার এবং হাতখরচ দিতো, সবার সঙ্গে গাধুলির একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু আজ তিনি আমাদের ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু এর থেকে বড় আনন্দ যে মা তার ছেলেকে ফিরে পেলো ,ছেলে তার মাকে ফিরে পেল । মাকে নিয়ে যাওয়ার সময় ছেলে বিক্রম রায় বিধান নগরবাসীকে ধন্যবাদ জানায় । বিধাননগরবাসীর যেখানে চোখের জল,,অন্য দিকে মাদারবক্স জালাস গ্রাম পঞ্চায়েতে আনন্দ ।