মেয়েদের অন্ধকার চক্রে ঠেলে দিতে সক্রিয় অন্ধকার চক্র

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে মেয়েদের কিছু সমস্যা নিয়ে আলোচনা হলো।শারীরিক ঋতুকালীন সময়ের বিভিন্ন সমস্যা ছাড়াও বিয়ে ও চাকরির টোপ দিয়ে মেয়ে পাচার নিয়েও আলোচনা হলো। বিভিন্ন কৌশলে মেয়েদের ফাঁদে ফেলে অন্ধকার জগতে ঠেলে দিতে সক্রিয় অন্ধকার চক্র। সে সম্পর্কেও কলেজ ছাত্রীদের সচেতন করলেন শিলিগুড়ি শক্তিগড়ের সমাজসেবী রোজলি দত্ত। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি ওই সচেতনতামূ্লক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে।