
নিজস্ব প্রতিবেদন ঃ গত ২৩ ডিসেম্বর থেকে ৩রা জানুয়ারী পর্যন্ত শেষ হয়েছে এবছরের উত্তরবঙ্গ পৌষ মেলা। এবারের এই পৌষ মেলা পঁচিশ বছরে পা দেয়।আর মেলা সফল করে তুলতে বিভিন্ন মহলের কাছ থেকে মেলা কর্তৃপক্ষ সহযোগিতা পেয়েছে। এরজন্য উত্তরবঙ্গ পৌষ মেলা কর্তৃপক্ষ শিলিগুড়ি পুরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমেের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে। এবারের পৌষ মেলায় বিশেষ গুরুত্বপূর্ণ খবর হলো,সাংসদ রাজু বিস্ত মেলা মাঠের সৌন্দর্যায়নে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। বুধবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের তরফে সাধারণ সম্পাদক জ্যোৎস্না আগরওয়ালা ছাড়াও অনিল ঘটক, জয়ন্ত সরকার, অনাদিনাথ দলুই,শঙ্কর হাজরা, নিধুভূষন দাস প্রমুখ সাংবাদিক বৈঠক করেন। তাঁরা জানিয়েছেন, মেলা থেকে সংগৃহীত অর্থ দিয়ে তাঁরা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করেন।এবার সেই সব কাজ শুরু হবে।এবার স্কুল ছাত্রছাত্রীদের দৃষ্টি শক্তি পরীক্ষার জন্য তাদের শিবির শুরু হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে সেভ আই।১৯৯৭ সালে এই মেলা শুরু হয়।এবারে এই মেলায় প্রচন্ড ভিড় হয়। মেলা শেষ হওয়ার পর পুরসভার সহযোগিতায় মেলার মাঠ পরিস্কার করে দেওয়া হয়েছে।
