স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ করিয়ে শৈশব থেকেই দেশাত্মবোধ জাগিয়ে তোলার পাঠ এই স্কুলে

নিজস্ব প্রতিবেদন ঃ বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর এই বিশেষ দিনে স্কুলের ছাত্রছাত্রীদের স্বামিজির স্বদেশ মন্ত্র পাঠ করাবে শিলিগুড়ি সেভক রোডের সারদা শিশু তীর্থ। স্বামীজির স্বদেশ মন্ত্রের ওপর সেখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও হবে।বৃহস্পতিবার স্বামীজিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের পর ২৩ শে জানুয়ারি নেতাজী সুভাসচন্দ্র বোসের ওপর বিভিন্ন রকম আলোচনা প্রতিযোগিতা হবে ওই স্কুলে।এসবের উদ্দেশ্য একটিই তা হলো শৈশব থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক মনোভাব গড়ে তোলা। সারদা শিশু তীর্থের প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ খবরের ঘন্টাকে ওইসব খবর জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সারা বছর ধরেই বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে তাঁরা ছাত্রছাত্রীদের মধ্যে দেশ প্রেমের ভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। এরমধ্যে জানুয়ারি মাসে তা আরও বেশি বেশি করে হয়।কেননা জানুয়ারি মাসের ১২ তারিখ স্বামীজির জন্মদিন, ২৩শে জানুয়ারি নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিন, ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ,মানবিক ও সামাজিক সেবার মানসিকতা তৈরি করা অত্যন্ত জরুরি বলে প্রধান আচার্য জানান।ওই স্কুলে বিভিন্ন মনিষীর ওপর নিয়মিত আলোচনা হয় আর এতে স্কুলের পরিবেশও হয়ে ওঠে অন্যরকম।স্কুলে যেমন খুশি সাজো প্রতিযোগিতাতেও ছাত্রছাত্রীদের বিভিন্ন মনিষীর মতো করে নিজেদের সাজিয়ে তুলতে হয়।