
নিজস্ব প্রতিবেদনঃ ব্যতিক্রমী উদাহরণ তৈরি হল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। সংশোধনাগারের মধ্যে শিশুদের জন্য তৈরি হচ্ছে খেলাধূলার পার্ক। আর এই কাজের উদ্যোগ নেওয়ার জন্য বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়ে চলেছেন সুপার নবীন কুজুর।

শুধু শিশুদের জন্য পার্কই নয়, সেখানে বন্দিদের নিয়ে ভলিবল, লুডু, দাবা, ক্রিকেট প্রভৃতি বিভিন্ন রকম খেলা শুরু হয়েছে। তাছাড়া বন্দি এবং কারা কর্মীদের নিয়ে পিকনিকও হয়েছে । বন্দিরা যাতে নিজেদের বিচ্ছিন্ন মনে না করে, তাঁরা যাতে তাদের কৃতকর্মের সংশোধন করে আরও সুস্থ উন্নত মানসিক অবস্থায় পৌঁছাতে পারেন তারও প্রয়াস চলছে। তবে শিশুদের জন্য পার্ক আরও নজির তৈরি করেছে। সংশোধনাগারের মধ্যে বহু মহিলা বন্দি রয়েছে। সেই সব মহিলা বন্দিদের সঙ্গে অনেক নিরপরাধ শিশুও রয়েছে। মায়েদের সঙ্গে বিনা অপরাধে বন্দি জীবন কাটাতে গিয়ে বহু শিশুর শৈশব নষ্ট হতে বসেছে। সংশোধনাগারের বাইরে থাকা শিশুদের মতোই এই শিশুরাও খেলতে চায়, একটু পার্কে গিয়ে ছোটাছুটি করতে চায়। আর এই ছোটাছুটি, খেলাধুলা তাদের মানসিক বিকাশের জন্য খুব জরুরি। তাই তাদের কথা চিন্তা করে ব্যতিক্রমী প্রয়াস নিয়েছেন সুপার নবীন কুজুর। সংশোধনাগারের মধ্যেই বসছে শিশুদের খেলার বিভিন্ন উপকরণ নিয়ে একটি পার্ক।আর সেই পার্কে গিয়ে শিশুরা তাদের শৈশবের অকৃত্রিম আনন্দ নিতে পারবে ।
}