সিপিএম থেকে ইস্তফা দেওয়া শঙ্কর ঘোষ বিজেপিতে

নিজস্ব প্রতিবেদনঃ কদিন ধরেই শিলিগুড়ির রাজনৈতিক শিবিরে জল্পনা চলছিল, সিপিএম থেকে ইস্তফা দেওয়া শঙ্কর ঘোষ কি বিজেপিতে যোগ দিচ্ছেন? ভোটের মুখে সেই জল্পনা তুঙ্গে পৌছালে শেষমেষ শুক্রবার তার অবসান ঘটলো। এদিন বিজেপির সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন শঙ্করবাবু। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এবার তিনিই বিজেপির মুখ বা সম্ভাব্য প্রার্থী বলে গুঞ্জন রয়েছে।

বাম ছাত্র, যুব সংগঠন তিনি বহু বছর ধরে করে আসছেন। সিপিএমের টিকিটে তিনি ওয়ার্ড কাউন্সিলর,পুরসভার মেয়র পরিষদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব সামলেছেন। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমন্ডলীর সদস্যও ছিলেন তিনি। এবার বাম শিবির থেকে রাম শিবিরে যোগ দিলেন। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, শঙ্কর ঘোষ আমাদের কাছে গরিব মানুষের জন্য কাজ করার কথা বলেছেন। বিজেপিতে সেই সুযোগ রয়েছে।