
নিজস্ব প্রতিবেদন ঃ পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিলিগুড়ি ডিপোর পক্ষ থেকে এক সপ্তাহব্যাপী ৪ থেকে১২ ই মার্চ পর্যন্ত ন্যাশনাল সেফটি উইক বা জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে উদযাপন করা হল। তার মধ্যে বৃক্ষরোপণ, বিভিন্ন নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা, রক্তদানে উৎসাহিত করার জন্য গ্রামের লোকদের নিয়ে সচেতনতামূলক শিবির করা, স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, এবং রাস্তায় নেমে ট্রাফিক পুলিশের সহযোগিতায় পথচারীদের পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করার কর্মসূচি ছিলো । শিলিগুড়ি জেলা হাসপাতালের সহযোগিতায় এবং সূর্যনগর সমাজকল্যাণের যৌথ উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে কুড়ি ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে এবং সেগুলো জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এ সমস্ত অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মচারীবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন পিডিলাইট ইন্ডাস্ট্রিজের সদস্যরা । ওই প্রতিষ্ঠান প্রতিবছরই এই ন্যাশনাল সেফটি উইক পালন করে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ দেন পিডিলাইট ইন্ডাস্ট্রিজ এর পক্ষে কিরণ মজুমদার এবং শিলিগুড়ির ডিপো ইনচার্জ সম্রাট তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজসেবীরা ।
