স্কুলের দেওয়ালে মনিষীদের ছবি ও বানী,স্কুলকে শিশু বান্ধব করার চেষ্টা

  1. নিজস্ব প্রতিবেদন ঃ  সদিচ্ছা থাকলেই উপায় হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজিয়ে তোলা হলো ফালাকাটায়। রং আর তুলি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়। সাজানোর পর সেই বিদ্যালয় দারুণভাবে উদ্ভাসিত হচ্ছে। রঙ তুলিতে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয়ের প্রবেশ মুখ। দেওয়ালে শোভা পাচ্ছে নানা মনিষীর ছবি ও বাণী। রংতুলি দিয়ে সাজানোর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যবহার করে স্কুলকে শিশুবান্ধব করার চেষ্টা করা হয়েছে। তার উদ্বোধনও হলো শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন, সিএডিসির চেয়ারম্যান সুভাষ চন্দ্র রায়।উপস্থিত ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল, বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল সহ বিশিষ্টজনেরা। বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব পক্ষই।