
নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো পেইন ক্লিনিক। মঙ্গলবার ওই ক্লিনিকের সূচনা করেন স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায়। পাশাপাশি এই দিনের ওই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত সহ অন্যান্যরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রায় দুই কোটি টাকা খরচ করে অত্যাধুনিক সরঞ্জামাদি নিয়ে এদিন চালু করা হয়েছে ওই আউটডোর পরিষেবা। পরবর্তীতে ইনডোর পরিষেবা চালু করা হবে।
