নববর্ষে জন্ম তাই নাম নবকুমার, নববর্ষে গাছের চারা বিলি,ফুটবলের আসর

নিজস্ব প্রতিবেদন ঃ  নববর্ষের দিনই তাঁর জন্ম,তাই নাম নব। পুরো নাম নবকুমার বসাক। যেহেতু জন্মদিন তার ওপর আবার পয়লা বৈশাখ, তাই বছর শুরুর দিনটি কালিবাড়িতে পুজো দিয়ে শুরু করা হবে। তারপর গরিব দুঃখীদের মধ্যে সেবামূলক কাজ করা হবে। এর পাশাপাশি নিজের চল্লিশ বছর হওয়াতে চল্লিশটি গাছের চারা বিলি করবেন তিনি। বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে সেই কারনে নববর্ষে গাছের চারা বিলির মাধ্যমে সবুজায়নের বার্তাও দিচ্ছেন এই ব্যতিক্রমী ব্যক্তি।
শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লী নিবাসী নবকুমার বসাক এবার নববর্ষে চল্লিশ বছরে পা দিচ্ছেন। বিগত বহু বছর ধরেই তিনি জন্মদিনে সামাজিক কাজ করে আসছেন। এবারও সেই সব সামাজিক কাজের পাশাপাশি তিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে চলেছেন।বাংলার প্রধান খেলা হলো ফুটবল।ফুটবল খেলার জন্যই বি এস এফে চাকরি পেয়েছেন নবকুমার। তাই আগামী ২২ ও ২৩ এপ্রিল মাটিগাড়ার পতিরামে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে চলেছেন তিনি। অসহায় মানুষদের সহযোগিতা করতে শিলিগুড়ি এন্ড স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি গঠন করেছেন নবকুমার। সেই সংস্থা ওই ফুটবল খেলার আয়োজক। নবকুমার বলেন, ছেলেমেয়েরা খেলাধুলা না করে সবসময় মোবাইলে আসক্ত হয়ে পড়ছে।খেলাধুলা না করায় তাদের শরীরের গঠন ঠিক হচ্ছে না। তাই ওই ফুটবলের আয়োজন