নিউ ডুয়ার্স চা বাগানের হতদরিদ্রদের মধ্যে সৌমির মানবিক কর্মসূচি

ভয়েজ— শিলিগুড়ির মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমির সহায়তায় বানারহাটের নিউ ডুয়ার্স চা বাগানে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন করা হয় রবিবার । রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালি সামন্ত ওই অনুষ্ঠান আয়োজনে বিশেষ উদ্যোগ নেন। এই অনুষ্ঠান আয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াতে সোনালিদেবী বিশিষ্ট সমাজসেবী ও সৌমির সভাপতি মিলি সিনহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌমির তরফে চা বাগানের অসহায় অনগ্রসর মানুষদের মধ্যে চাল, ডালের সঙ্গে ছোলা,সাবুদানা,গুড়,বাদাম,লবণ,বিস্কুট,ডালিয়া ইত্যাদি বিলি করা হয় ।ওইসব খাদ্য সামগ্রী মায়েদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করবে।সেখানে
মায়েদের নিয়ে ধ্যান বা মেডিটেশন এর বিশেষ অনুষ্ঠানও হয়। অনিন্দিতাদেবী এবং তাদের দল মেডিটেশনর সেই বিশেষ অনুষ্ঠান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারহাট থানার আইসি শান্তনু সরকার।
সোনালি সামন্ত জানিয়েছেন, এদিন সৌমির তরফে মিলিদেবীরা ৪১ জন গর্ভবতী মহিলা, সাতজন যক্ষ্মা আক্রান্ত রোগী এবং অন্যান্য দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এর পাশাপাশি অনগ্রসর এইসব মায়েদের মধ্যে শাল চাদর, শাড়ি, জামাকাপড় বিতরণ করেন সৌমির সদস্যরা । চা বাগানের অনগ্রসর হতদরিদ্রদের জন্য সৌমি এবং সমাজসেবী মিলিদেবীদের ওই মানবিক কর্মসূচির বারবার প্রশংসা করেন সোনালী সামন্ত।