
সুমিত্রা পোদ্দার : গত ৯ এপ্রিল শিলিগুড়ি ডাবগ্রামের বুকে প্রয়াস ইন্সটিটিউটের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিদায়ী অনুষ্ঠান নাচ, গান, খেলার মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হয়। ইন্সটিটিউটের কর্ণধার কৃষ্ণা বিশ্বাসের কথায়, ২০১৫ সালে প্রয়াসের যাত্রা শুরু হয়। উত্তরবঙ্গের বহু সফল ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা রূপে প্রয়াসের সাথে যুক্ত হয়। এখানে নবম শ্রেণী থেকে স্নাতক স্তরের কলা বিভাগের সমস্ত বিষয় পৃথক শিক্ষক-শিক্ষিকা দ্বারা পড়ানো হয়। শিক্ষাদান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কাজেও প্রয়াসের অগ্রণী ভূমিকা লক্ষ্য করা যায়। এখানে গড়ে উঠেছে প্রয়াস নৃত্যালয়ও। সম্প্রতি একশজন আদিবাসী শিশুদের মধ্যে খাদ্য বিতরনের ব্যবস্থাও করেছিল প্রয়াস। শিক্ষাদান ছাড়াও সমাজসেবামূলক কাজে প্রয়াসের প্রয়াস অব্যাহত থাকবে।
