শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে সাংসদ ও বিধায়ক

নিজস্ব প্রতিবেদনঃ করোনা পরিস্থিতিতে হাসপাতালের পরিকাঠামো জানতে বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শন করেন দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্ত এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। হাসপাতাল সুপারের সাথেও আলোচনা করেন সাংসদ ও বিধায়ক।সাংসদ রাজু বিস্ত জানান, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সেরা ভালো পরিষেবা দিচ্ছেন। তাঁরা এদিন মাস্ক ও পিপিইকিট তুলে দেন হাসপাতালের কর্তপক্ষের হাতে। এছাড়া একটি এয়ারকন্ডিশনড এম্বুলেন্স হাসপাতালে প্রদান করা হবে বলে সাংসদ জানান ।তিনি আরও জানান,বিদেশ থেকে আনা হচ্ছে ইমপোর্টেড অক্সিজেন কন্টেনার। তা তুলে দেওয়া হবে শিলিগুড়ি জেলা হাসপাতালে।